আমার আমি

নিজের জীবনটাকে নিয়ে প্রতিনিয়ত এক্সপেরিমেন্ট করেছি। কোন কিছুই দীর্ঘায়িত করতে পারি না, একগেয়েমী চলে আসে,তাই কোথাও বেশীদিন স্থির হতে পারি না। কাতারের পাঠ চুকিয়ে বর্তমানে কর্মসূত্রে U.A.E তে । টেকি বিয়ষক লেখা-ঝোকার সাইট-ই সবচেয়ে পছন্দের। মাঝে মাঝে আমি টেকি নিয়ে লেখার দুঃসাহস দেখাই, কখনো ভিন্ন কিছুও লিখতে ইচ্ছে করে, কিন্তু লেখা হয়ে ওঠে না।কোন কিছু শুরু করলে, তা আর শেষ করতে মন চাইনা। এই আমি, এভাবেই চলে জীবন।

“আমার আমি” তে 8 টি মতামত

  1. তন্ময় বিশ্বাস এভাটার
    তন্ময় বিশ্বাস

    দারুন করেছেন। চালিয়ে যান। আরো ভাল ভাল লেখা দেখবার ইচ্ছা রইল।
    আপনার সম্পর্কে আরো কিছু লিখলে ভালো হত।
    ধন্যবাদ।

  2. আপনার ওয়েব সাইটের ধারাবাহিকটি পড়ে খুব ভাল লাগল। চালিয়ে আমরা(মানে আরও অপরিচিত অনেকে) আছি আপনার সাথে।।।।

  3. eto sob kobe suru korlen? chinechen? ami nasir.
    quick food.

  4. আরে নাসির ভাই, কাইফা হালেক। কেমন চলছে আপনার ডুবাই এর দিন কাল।

  5. apnar mobiler response nai keno? amar mobile no. 0502925875. doya koria ekta sms deben ki?

  6. কাতার ভাই, আপনের জন্য অনেক শুভকামনা রইলো।

  7. শুভকামনা আপানর জন্যও রইলো।

এখানে আপনার মন্তব্য রেখে যান