Gravatar Logo যেভাবে যুক্ত করবেন


ওয়ার্ড-প্রেস ব্যবহার করে তৈরি করা সাইট/ব্লগ এ Gravatar Logo যুক্ত করা জন্য নিচের ধাপগুলো ফলো করুনঃ

 

  
১। এডমিন মুডে ব্লগ/সাইটের ব্যাক প্যানেল এ প্রবেশ করুন এবং settigs panel হতে Discussion/ আলোচনা তে ক্লিক করুন।

২। এবার স্ক্রল করে নিচের দিকে আসুন ,

    Avatar Display হতে Show Avatars নির্ধারন করুন
    Maximum Rating হতে G — Suitable for all audiences নির্ধারন করুন
    Default Avatar হতে Gravatar Logo নির্ধারন করুন

কাজ শেষে Save Change এ ক্লিক করুন।

৩। http://en.gravatar.com/site/signup হতে আপনি সাইনআপ করার জন্য ই-মেইল ঠিকানাটি টাইপ করে দিন এবং  singup বাটনে ক্লিক করুন।

৪। আপনার ই-মেইল চেক করুন এবং Gravatar হতে প্রাস্ত মেইলটি অপেন করে তা এ্যাকটিভ করতে তাদের প্রদত্ত এ্যাক্টিভেশন লিংক এ ক্লিক করে নিন।

৫। এবার http://en.gravatar.com সাইটে প্রবেশ করে লগইন করুন এবং মাই একাউন্ট হতে এড এন ইমেজ এ ক্লিক করুন।

৬। My computer’s hard drive এ ক্লিক করে আপনার কম্পউটারে রক্ষিত ইমেজটি ব্রাউজ করে দেখিয়ে  দিন এবং নেক্সট বাটনে ক্লিক করুন।

৭। এবার আপলোড করা ছবিটির চার পাশে সিলেকশন বক্স হতে প্রয়োজনীয় অংশটুকু নির্ধারন করুন এবং crop and Finish  ক্লিক করুন।

৮। Choose a rating for your Gravatar হতে সাধারন মানের রেটিং নিধারন করার জন্য Rated G তে ক্লিক করুন।

৯। কাজ শেষে সাইট হতে লগ আউট বা বন্ধ করে বের হযে আসুন ।

১০। এবার আপনি যে কোন সাইট/ ব্লগ( ওয়ার্ড প্রেস দিয়ে করা এবং Gravatar অপশন এনাবল করা) এ রেজিস্টেশন করার সময় যে ই-মেইল আই. ডি ব্যবহার করেছেন Gravatar Logo  তে , সেই ই-মেইল আই. ডি ব্যবহার করুন , ব্লগ এ রেজিস্টার করার সময়।

যে কেউ ( ইউজার) এভাবে রেজিস্টেশন করলেই তার Gravatar Logo ব্লগে স্বয়ংক্রিয়ভাবে প্রর্দশিত হবে।

এখানে আপনার মন্তব্য রেখে যান